বাস উল্টে ফেনিতে নিহত দুই

0

মুক্ত অনলাইন ডেস্ক

যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার বালীগাঁও ইউনিয়নের মৃত ছানু মিঞার ছেলে সিদ্দিকুর রহমান(৪৫) ও ফুলগাজী উপজেলার নুরুল হকের ছেলে নরুল আমিন (৫৫)। হাইওয়ে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মাহাবুবুর রহমান জানান, সকালে হিলবার্ড নামে একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে খাগড়াছড়ি যাচ্ছিল।

পথে ওই এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে নুরুল আমিন ও সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন অন্তত ১০ জন।

তাদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.