সাকিবের নির্বাচনী পোস্টার ফেসবুকে
মুক্ত অনলাইন ডেস্ক
তবু সামাজিকমাধ্যমে পোস্ট করা হচ্ছে সাকিব আল হাসানের ভুয়া নির্বাচনী পোস্টার। অথচ তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, নির্বাচন করব না।’
পোস্টারটিতে সাকিব আল হাসানকে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ দলের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে।এ বিষয়ে এলাকায় এ রকম কোনো পোস্টারের দেখা মেলেনি। মাগুরা-১ আসনে এখন বর্তমান সংসদ সদস্যসহ আরও অন্যান্য রাজনীতিবিদের পোস্টার ঝুলছে।
উল্লেখ্য, আজ (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসার কথা ছিল সাকিবের। খেলার মাঠে উজ্জ্বল তারকা রাজনীতির মাঠেও নাম লেখাতে চেয়েছিলেন। কিন্তু সাকিব নির্বাচনে অংশ নেয়ার কথা বললেও কেন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সামাজিকমাধ্যমে সাকিবের নির্বাচনে অংশ নেয়ার বা না নেয়ার বিষয়ে ব্যাপক গুঞ্জন চলছে। এ বিষয়ে সাকিব থেকে কোনো মন্তব্য আসেনি।
তবে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাকিবের খেলা ছেড়ে এখনই রাজনীতিতে আসার সিদ্ধান্তের পক্ষে সায় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিবের দেশকে আরও অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাই সাকিবের খেলা ছেড়ে নির্বাচনে আসায় সায় দেননি তিনি। মাগুরার এ কৃতী সন্তান বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বসেরা এ অলরাউন্ডারের ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশ বহু ম্যাচ জিতেছে।
মুক্ত প্রভাত/রাশিদুল