বিদ্রোহীদের সংঘর্ষে ইয়েমেনে নিহত ৬১
মুক্ত অনলাইন ডেস্ক
বিদ্রোহীদের সংঘর্ষে ইয়েমেনের হোদেইদা শহরে গত ২৪ ঘন্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। দেশটির তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর গালফ নিউজের।
দেশটির হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর এ সংঘর্ষ ঘটে। আহতদের সানা ও ইব প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়। দেশটির তরফ থেকে বলা হয়, গত দশ দিনে সংঘর্ষে ৪০০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানায়, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত সংঘর্ষে ১০ হাজার লোক প্রাণ হারিয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল