জাতীয় পার্টির তিন আসনে মনোনয়ন কিনলেন এরশাদ

0

মুক্ত অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩টি আসনে মনোনয়নপত্র কিনলেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রবিবার সকালে গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মনোনয়নপত্র ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

এ সময় তিনি ঢাকা-১৭, রংপুর-৩ ও সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র কেনেন। পরে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.