গবিন্দগঞ্জে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুৎ পরিচালকের
মুক্ত অনলাইন ডেস্ক
দ্রুতগামী একটি বিআরটিসির বাস চাপায় মোটরসাইকেল চালক গাইবান্ধার পল্লীবিদ্যুতের পরিচালক আব্দুল হামিদ নিহত হয়েছেন।
তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চকমানিকপুর গ্রামের মৃত এবারত আলীর পুত্র এবং পল্লীবিদ্যুতের ৮ নং এরিয়ার পরিচালক ছিলেন। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে গোবিন্দগঞ্জের হাসপাতালে মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের হাসপাতাল মোড়ে মোটরসাইকেল যোগে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামীবিআরটিসি বাস (ঢাকামেট্রো-ব ১১-৬৭৪৪) আব্দুল হামিদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল