বড়াইগ্রামে শিক্ষকদের আনন্দ শোভাযাত্রা
অহিদুল হক, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা এবং অবসর বোর্ড ও কল্যাণ তহবিলে অনুদান ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান, ধানাইদহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আকমল হোসেন, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম লাড্ডু, দ্বারিকুশী প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,
পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ভূট্টু, কৈডিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী, তিরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিবদাস সান্যাল বক্তব্য রাখেন।
পরে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষকেরা একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ হয়ে বনপাড়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মুক্ত প্রভাত/রাশিদুল