শুরু হয়েছে বিলবোর্ড , ব্যানার-ফেস্টুন অপসারণ

0

মুক্ত অনলাইন ডেস্ক

গাজীপুর-৫ আসনে কালীগঞ্জ এলাকায় প্রার্থীদের গুণকীর্তন সম্বলিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কাজ শুরু করা হয়েছে। রোববার সকাল থেকে এ আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অপসারণ কাজ শুরু হয়।

জানা গেছে, উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের ঊর্ধ্বতনদের গুণকীর্তন সম্বলিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার করে বিভিন্নস্থানে প্রদর্শিত ছিল।

কিন্তু তা নির্বাচনী আচরণ বিধি লংগনের আওতায় পড়ায় রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশে অপসারণ করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নেতৃত্বে সকালে কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কে প্রদর্শিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.