গোপালগঞ্জে দুর্ঘটনায় যুবক নিহত

0

মুক্ত অনলাইন ডেস্ক

বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জে লিমন মুন্সি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আরো ৪ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল ১০ টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন মুন্সি গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামের মোমরেজ মুন্সির ছেলে। সে রূপালী ব্যাংক টুঙ্গিপাড়া শাখায় নিরাপত্তা কর্মীর কাজ করতেন। টুঙ্গিপাড়া থানার এসআই আহাদুজ্জামান বলেন, টুঙ্গিপাড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস গিমাডাঙ্গা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হন।

তাদেরকে উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে লিমন সেখানে মারা যায়। মারাত্মক আহত টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী অনিমেষ বসুকে সংকট জনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। আহত অপর ৩ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

নিহত লিমনের লাশ টুঙ্গিপাড়া হাসপতালে রয়েছে বলে জানান এসআই আহাদুজ্জামান।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.