হুন্ডির টাকাসহ দিনাজপুরে আটক ১
মুক্ত অনলাইন ডেস্ক
হুন্ডির ৮ লাখ টাকাসহ আফজাল হোসেন (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি। আজ রোববার দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আফজাল হোসেন উপজেলার নন্দিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শফিউর রহমান জানান, সকাল ১০টার দিকে হিলি থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল।
এ সময় বাসটি বড়চড়া বিজিবি চেকপোস্টে পৌঁছালে নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে স্টেশন ডাঙ্গাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালিয়ে হুন্ডির ৮ লাখ ১০ হাজার টাকাসহ আফজালকে আটক করে। এ ব্যাপারে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল