বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহণের মাধমে শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ধারাবারিষা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থ ীরা এ খেলায় অংশ নেয়। সকালে উদ্বোধন করেন নাটোর-৪ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল প্রতিমন্ত্রি আলহাজ্জ জনাব মোঃ আব্দুল কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মতিন মাস্টারসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন সিধুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। খেলায় ১২টি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের আলাদাভাবে ৬+৬ করে মোট বারোটি দলকে প্রাথমিকভাবে বেছে নেয়া হয়। আগামীকাল প্রতিযোগিতার মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে একটি ছাত্রদের এবং অরেকটি ছাত্রীদের দল উপজেলা পর্যায়ে খেলার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।