পাটগ্রামে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ফাতেমা বেগম(২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১১ নভেম্বর) সকালে উপজেলার জোংরা ইউনিয়নের ইঞ্জিনপাড়ার একটি জিগা গাছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ। তিনি ওই গ্রামের রেজ্জাক আলীর স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ জানান, নিজ বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দুরে ভারতীয় সীমান্তবর্তি এলাকার একটি জিগা গাছে গৃহবধু ফাতেমার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করে।

নিজ বাড়ি থেকে অনেক দুরে ও নির্জন সীমান্তে পড়নের শাড়ির একটি অংশে গলায় পেচিয়ে ঝুলে রাখার বিষয়টি আত্নহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারনা স্থানীয়দের।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ফিরোজ কবির জানান, স্থানীয়দের খবরে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.