মুক্ত অনলাইন ডেস্ক
বাবা ছিলেন গভর্নর। স্বপ্ন দেখতেন মানুষ সেবার। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর তা আর হয়ে উঠেনি। কারন তখন প্রাণ নিয়ে বেঁচে থাকাই কঠিন ছিল। তবে বাবার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন তার তনয়া এ্যাড. আফিয়া বেগম।
তিনি বাবার স্বপ্ন পূরণের ইচ্ছায় কানাডার প্রবাস জীবন ত্যাগ করে দেশে এসেছেন। দীর্ঘ ২ বছর ধরে বাবার অসমাপ্ত কাজগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
সর্বশেষ মুন্সিগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহও করেছেন। শনিবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। পরে রবিবার সন্ধ্যায় তিনি ফরম জমা দিয়েছেন।
আফিয়া বেগম বিক্রাপুরের জেলা গভর্নর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ শামসুল হকের মেয়ে।
অ্যাডভোকেট আফিয়া বেগমের সাথে কথা বললে তিনি জানান, তার বাবা দীর্ঘ ৫০ বছর আ’লীগের হয়ে কাজ করেছেন। ১৯৭৫ সালে তিনি বিক্রাপুরের জেলা গভর্নর মনোনিত হওয়ার পরে একাধিক কার্যক্রম হাতে নিয়েছিলেন।
কিন্তু সে বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হত্যার পরে তার পরিবারসহ ১৯৮১ সাল পর্যন্ত জীবন ঝুঁকি নিয়ে থাকতে হয়েছে। এর ফলে অনেক কার্যক্রম সাফল্যের মুখ দেখতে ব্যর্থ হয়।
তাই আফিয়া বেগম বাবার স্বপ্ন পূরণের ইচ্ছায় কানাডার প্রবাস জীবন ত্যাগ করে দেশে এসেছেন। দীর্ঘ ২ বছর ধরে বাবার অসমাপ্ত কাজগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
খোঁজ নিয়ে জানাগেছে- জাতীয় সংসদের ১৭২ নং আসনটি মুন্সিগঞ্জ-২ আসন। এই আসনে বর্তমান এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি এবং অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমও আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন।
আফিয়া বেগম বলেন- ‘আমি দলীয় ভাবে মনোনয়ন প্রত্যাশী হলেও, মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবার জন্মস্থান লৌহজং উপজেলা ও টঙ্গীবাড়ী উপজেলার সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।
আর এ লক্ষ্যে আমি লৌহজং উপজেলায় আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ শামসুল হকের নামে একটি ফাউন্ডেশন করেছি। যার মাধ্যমে আমি এলাকার সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছি’।
প্রসঙ্গত, এলাকা এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হলেও ২০০৮ সালের নির্বাচনে বিএনপির এই দূর্গের পতন ঘটান আওয়ামী লীগ প্রার্থী।
তখনকার বিএনপির প্রার্থী মিজানুর রহমান সিনহাকে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আ’লীগ প্রার্থী। মুন্সিগঞ্জ-২ আসনটি জাতীয় সংসদের ১৭২ নম্বর আসন। লৌহজং উপজেলা ও টঙ্গীবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসন।এই আসনে ভোটার সংখ্যা ৩০৫৯৯৭ জন।
মুক্ত প্রভাত/রাশিদুল