খালেদার পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন ফখরুল

0

মুক্ত অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য  ফেনী-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যে দিয়ে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন আগ্রহীরা।

আরো জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের ফরম পূরণ করে আগামী মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে কার্যালয়ে জমা দিতে হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.