নির্বাচন পেছাল ৭ দিন: সিইসি
মুক্ত অনলাইন ডেস্ক
সাত দিন পিছিয়েছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। তথটি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন।
আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার ইভিএম মেলার উদ্বোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, পুনঃতফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাখা হয়েছে ২৮ নভেম্বর। এর আগে, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা।
তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ঘোষণা করা হয় ১৯ নভেম্বর।
মুক্ত প্রভাত/রাশিদুল