ফখরুলরা খালেদার সাথে দেখা করতে কারাগারে
মুক্ত অনলাইন ডেস্ক
বিএনপি’র পাঁচ নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন।
তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস।
সোমবার বিকাল ৩টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পৌঁছেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০-দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের মতামত এবং নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি সারসংক্ষেপ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনকে সেটি অবহিত করতেই নেতারা কারাগারে গেছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল