রূপগঞ্জে উপজেলা আনসার সমাবেশ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপি‘র দায়িত্বরত আড়াইশত সদস্যদের নিয়ে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দীন মোহাম্মদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমান্ডার মকসুদ রসুল, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, সার্কেল এ্যাডজুটেন্ট মোঃ আজহারুল হুদা, উপজেলা প্রশিক্ষক আব্দুর রহিম, প্রশিক্ষিকা নাছিমা আক্তার, কোম্পানী কমান্ডার মোশারফ হোসেন প্রমূখ।
সমাবেশ থেকে গ্রাম প্রতিরক্ষায় বিশেষ ভূমিকায় আনসার পুরুষ সদস্যদের মাঝে সেরা একজনকে বাইসাইকেল, মহিলা সদস্যকে সেলাইমেশিন বিতরণ করা হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল