গুরুদাসপুরে ‘সচেতনে’র এ্যাডভোকেসি সভা
বেসরকারী সংস্থা ‘সচেতনে’র উদ্দোগে (কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রম) এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বিত করেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়রম্যানগণ, গুরুদাসপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, বিভিন্ন কলেজের শিক্ষক, সাংবাদিক। সচেতন সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, সচেতন কমিউনিটি মবিলাইজেশন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুল আওয়াল পলাশ, গুরুদাসপুর উপজেলা সুপার ভাইজার মোছা. শরিফা সুলাতানা পাপন প্রমূখ।