পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে স্বামী স্ত্রীর জেল জরিমানা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত দুই মাদ্রাসা শিক্ষককে জেল ও জরিমানা করেছেন।
এরা হলেন, উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মমিরুল ইসলাম ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক বিলকিস পারভীন। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। উল্লাপাড়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জেডিসি পরীক্ষা (বিজ্ঞান) চলাকালে কেন্দ্র সচিবের সহযোগিতায় পুলিশ এদেরকে আটক করে।
উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ আতিকুর রহমান গণমাধ্যম কর্মীদেরকে জানান, তারা পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞান পরীক্ষা চলাকালে উক্ত সহকারী শিক্ষক মমিরুল এবং বিলকিস বাইরে থেকে প্রশ্নোত্তর প্রস্তুত করে পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন।
এসময় তারা হাতেনাতে ধরা পড়ে। এদের মধ্যে মমিরুলের কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব ছিল না। বিলকিস পারভীন কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ দিন সন্ধ্যায় এই দুই শিক্ষক দম্পতিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান বিলকিস পারভীনকে ৯ হাজার টাকা জরিমানা করেন। এবং মমিরুল ইসলামকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল