উল্লাপাড়ায় ব্যবসায়ীর গুদামে পাওয়া গেল ১১৫ বস্তা সরকারী চাল

0

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাল ব্যবসায়ী নাজমুল হোসেন নান্নুর গুদাম থেকে ১১৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত উল্লাপাড়া উপজেলার বড়হর বাজারে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়।

সময় উদ্ধারকৃত চাল ১০ টাকা কেজি দরে হতদরিদ্র লোকজনের মধ্যে বিক্রি করা হয়।

উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে চাল ব্যবসায়ী নান্নু আগেই পালিয়ে যান।

সহকারী কমিশনার মাহবুব হাসান মুক্ত প্রভাতকে  জানান, জব্দ করা চাল বড়হর বাজার কমিটির সভাপতি মোবারক হোসেন জিন্নার জিম্মায় রাখা হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামকে সভাপতি, বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু ও বড়হর বাজার কমিটির সভাপতি মোবারক হোসেনকে সদস্য করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির মাধ্যমে দ্রুত জব্দ করা চাল প্রকাশ্য নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে উল্লেখ করেন সহকারী কমিশনার।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.