গুরুদাসপুর তথ্য-যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

তথ্য-যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে গুরুদাসপুর উপজেলা রিসোর্স সেন্টারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে গুরুদাসপুর প্রাথমিক শিক্ষা অফিস। এতে সভাপত্বিত করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যাদের মধ্যে বক্তৃতা করেন, ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়, রিসোর্স সেন্টারের উপজেলা ইন্সট্্রাক্টর মোঃ আব্দুল গফুর প্রমূখ। ওই কর্মশালায় এসএমসি’র সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.