পঞ্চগড়ে উদ্ধার হ্যান্ডগ্রেনেড
মুক্ত অনলাইন ডেস্ক
পরিত্যাক্ত অবস্থায় একটি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছে পঞ্চগড় থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরি এলাকার একটি পুকুর থেকে এই গ্রেনেডটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার পানিয়া বাজার সংলগ্ন একটি পুকুরে মাছ ধরতে যায় স্থানীয়রা। এক পর্যায়ে তারা হ্যান্ডগ্রেনেডের মত একটি বস্তু দেখতে পায়। এ খবর জানাজানি হলে গ্রেনেডটি দেখতে উৎসূক জনতা সেখানে ভিড় করতে থাকে। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের ধারণা, স্বাধীনতা যুদ্ধে গ্রেনেডটি ব্যবহার করা হয়েছে। পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি অব্যবহৃত এবং পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। যথাযথ প্রক্রিয়ায় সেটি নিষ্ক্রিয় করা হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল