দুর্ঘটনায় নিহত প্রধান শিক্ষক

0

মুক্ত অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় শাহীনুর বেগম (৪৫) নামের লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে রংপুরে নগরীর মডার্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন জানান, সোমবার রাতে মিঠাপুকুর উপজেলা থেকে শাহীনুর বেগম ও তার স্বামী সুলতান (৫০) মোটর সাইকেলযোগে নগরীর ধাপের দিকে যাওয়ার পথে মডার্ন এলাকায় এ দুঘর্টনা ঘটে।

এ সময় রাস্তায় একটি কুকুর সামনে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি ছিটকে পড়ে। এতে শাহীনুর গুরুতর আহত হন।

এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্ত অনলাইন ডেস্ক

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.