বন্দুকযুদ্ধে ময়মনসিংহে নিহত মাদক ব্যবসায়ী

0 ১০

মুক্ত অনলাইন ডেস্ক

‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৭) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় পুলিশের দুই পুলিশ কনস্টেবলও আহত হন।

মঙ্গলবার রাতে ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জের চর পুলিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন স্থানীয় চর কালিবাড়ি এলাকার সুরুজ ড্রাইভারের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল এ খবর নিশ্চিত করেছেন। শাহ কামাল জানান, ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সুমনের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.