ঢাকা- ১৮ আসনে জাহাঙ্গীরের বিএনপির মনোনয়নপত্র ক্রয়

0

মোঃ ইলিয়াছ মোল্লা

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপির) মনোনয়ন ফরম বিক্রি। বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপির) মনোনয়ন বিক্রির ২য় দিনে ঢাকা ১৮ আসন থেকে ধানেরশীষ মার্কার মনোনয়ন পত্র ক্রয় করেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ।

মঙ্গলবার নয়াপল্টন বিএনপির কার্যালয় থেকে মনোনয়ন পত্র নেন তিনি । এ সময় এস এম জাহাঙ্গীর হোসেনের সাথে ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ।

মনোনয়ন পত্র ক্রয়ের পর নেতাকর্মীরা আনন্দ মিছিল করে । এক সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা ১৮ আসনের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ । আমি এই এলাকার মানুষের খেদমত করতে চাই ।

আশাকরি জাতীয় ঐক্যফ্রন্ট আমাকে ধানের শীষ মার্কায় মনোনয়ন দিবেন এবং এই এলাকার মানুষের খেদমত করার সুযোগ করে দিবেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই।

আল্লাহর রহমতে বিপুল ভোটে আমি বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ আসন উপহার দেব ইনশাল্লাহ । রাজধানীর উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরখান ও দক্ষিণখান থানা এবং ভাটারা থানার আংশিক নিয়ে ঢাকা-১৮ আসন।

বর্তমানে নির্বাচনী ঢেউ লেগেছে রাজধানীর প্রবেশদ্বারখ্যাত এ আসনেও। উদীয়মান এই নেতার সাংগঠনিক দক্ষতার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারই ধানেরশীষ পাওয়ার সম্ভাবনা বেশি ।

দীর্ঘ আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নিজেকে ত্যাগী নেতা হিসেবে দলের মাঝে ইমেজ সৃষ্টি করতে পেরেছেন বলে অনেকেই মনে করছেন । তাদের মতে, আন্দোলন সংগ্রামে সার্বক্ষণিক নেতাকর্মীদের সাথে যোগযোগ রক্ষা করে দলের হাইকমান্ডের নজরও কাড়তে সক্ষম হয়েছেন এ যুবনেতা ।

প্রার্থিতা নিয়ে জানতে চাইলে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনী এলাকায়ই দিন কাটে। সব সময় রাজনীতি আর এলাকার মানুষ নিয়েই আছি। নেতাকর্মী এবং এলাকার জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে।

সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করছি । নির্বাচনী এলাকার সমস্যা সমাধানে নানা উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার নির্বাচনী এলাকা তথা ঢাকা ১৮ আসনের জনগণের মুখে হাসি ফোটাব ইনশাল্লাহ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.