নারায়ণগঞ্জ-১ আসনে দিপু ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ
লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রাজধানী ঢাকার পাশ্ববর্তী অঞ্চল হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বেশ গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদীয় আসনের ২০৩ নম্বর অবস্থান এটির।
রাজনৈতিক কোন কর্মসূচি পরিপূর্ণ ভাবে সফলের জন্য নারায়ণগঞ্জের দিকেই নজর থাকে সব দলের। তাই নারায়ণগঞ্জের অন্যান্য উপজেলা চেয়ে গুরুত্বও বেশি থাকে রূপগঞ্জের।
জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে কেন্দ্র করে ইতোমধ্যে রূপগঞ্জ হয়ে উঠেছে উৎসবমুখর। নির্বাচনী কর্মকান্ড ও বিএনপির নেতাকর্মীদের সর্বক্ষনিক যোগাযোগ রেখে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মনোনয়ন ফরম সংগ্রহকারী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নের আশায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই নেতা। বিএনপির এই তরুণ নেতা ১৩ নভেম্বর মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে তিনি নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে নারায়ণগঞ্জ থেকে কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওয়ানা করেন। এরপর শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে রূপগঞ্জের তরুণ সমাজের আইকন হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নাম হলেও রূপগঞ্জের কৃষক, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ প্রায় সকলেই তাকে দিপু ভূঁইয়া নামে ডাকতেও বলতে ভালোবাসেন। দিপু ভূঁইয়াও খুব সহজেই সাধারণ মানুষকে কাছে টানে বলে রূপগঞ্জ অবস্থান থাকলে মানুষের ভীড় থাকতে দেখা যায়।
মুক্ত প্রভাত/রাশিদুল