বিএনপি নেতার্কীরা পুলিশের গাড়িতে আগুন দিল
মুক্ত অনলাইন ডেস্ক
পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। আজ বুধবার দুপুরে শোডাউনসহ বিএনপির কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়।
এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘট।
বিক্ষুব্দ নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ চলছে।
মুক্ত প্রভাত/রাশিদুল