সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির ৭ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়নের জন্য উল্লাপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
রোববার থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে সবাই উৎসব মুখোর পরিবেশে মনোনয়নপত্র উত্তোলন করছেন এমপি মনোনয়ন প্রত্যাশীরা।
উল্লাপাড়া উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৬৫- সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল আলম, ঢাকা লেদার টেকনলজি কলেজের ছাত্রদলের সাবেক ভিপি কে. এম শরফুদ্দিন মঞ্জু।
এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী কামাল, কেন্দ্রীয় বিএনপির আইনজীবী এ্যাসোসিয়েশনের নেত্রী এ্যাড. সিমকি ইমাম, আগাপী বাংলাদেশের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল ওয়াহাব এবং সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার।
মুক্ত প্রভাত/রাশিদুল