দুর্বৃত্তদের দেওযা আগুনে সাভারে এক পরিরের অগ্নিদগ্ধ ৪
মুক্ত অনলাইন ডেস্ক
দুর্বৃত্তদের দেয়া আগুনে সাভারে একটি বাড়ির একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।
দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে সাভারের বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মুদি দোকানদার মাজহারুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- মাজজারুল ইসলাম (৩৫), স্ত্রী সুমি আক্তার (৩০) তার মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সুরাইয়া আক্তার (৫)।
দগ্ধ মুদি দোকানী মাজহারুল ইসলাম জানান, তার দোতলা বাড়িতে তারা ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে দুর্বৃত্তরা দোতলা ভবনের একতলার একটি রুমের জানালার গ্লাস ভেঙ্গে একটি কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে তার ঘরের ভিতরে ফেলে দেয়।
এ সময় পুরো ঘরে আগুন ধরে গেলে তার পরিবারের ৪ জনই দগ্ধ হন। দগ্ধদের আত্মচিৎকারে প্রতিবেশী ও এলাকাবাসী এগিয়ে এসে পানি দিয়ে ঘরের আগুন নিভিয়ে ফেলেন।
আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ চারজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন জানান, দগ্ধ ৪ জনেরই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মুক্ত প্রভাত/রাশিদুল