লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মোস্তাকিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের মুকুল হোসেনের ছেলে।
বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিলো মোস্তাকিম তার এক পর্যায়ে সকলের আড়ালে পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় শিশু মোস্তাকিম ।
পরে পরিবারের লোকজন শিশু মোস্তাকিনকে না পেয়ে খোঁজখুজি শুরু করে তাতেও না পেয়ে এক পর্যায় এলাকায় মাইকিং করে পরিবারের সদস্যরা। পরে সন্ধার দিকে পুকুরের পানিতে মোস্তাকিনের লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। নিহত স্তাকিনের চাচা আকরাম হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
এঘটনায় পরিবারসহ এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।
মুক্ত প্রভাত/রাশিদুল