উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ-সার বিতরণ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আজ বৃহস্পতিবার উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে কৃষি প্রণোদনা হিসেবে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ খিজির হোসেন প্রামানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বিত করেন। প্রথম দিন ১ হাজার ৬৫ জন কৃষককে প্রণোদনা হিসেবে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হক জানান, উপজেলার ২ হাজার ৮৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনার সার বীজ প্রদান করা হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল