ফেন্সিডিলসহ ফুলবাড়ি সিমান্তে মাদক ব্যবসায়ী আটক

0

মুক্ত অনলাইন ডেস্ক

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকা মূল্যের ৫০০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, তার নেতৃত্বে থানার উপ-পরিদর্শক কমল কিশোর ঘোষ, সহকারি উপ-পরিদর্শক সাব্বীর হোসেন, সহকারি উপ-পরিদর্শক সুফিয়ার রহমান ও সহকারি উপ-পরিদর্শক গোলাম মোস্তফাসহ পুলিশদল উপজেলার সীমান্তবর্তী ১নং এলুয়ারি ইউনিয়নের হাজরাপুর গ্রামের রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

মাদক চোরাকারবারিরা ভারত থেকে চোরাপথে ফেন্সিডিল নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে যায়। এ সময় চোরাকারবারিরা ফেন্সিডিলের চারটি পোটলা ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ ওই চার পোটলার ভিতরে থাকা ৫শ বোতল ফেন্সিডিল জব্দ করে। এ ব্যাপারে বৃহস্পতিবার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যার নং ১৪।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.