সাময়িক বহিস্কার জবির তিন শিক্ষার্থী

0 ১৬

মুক্ত অনলাইন ডেস্ক

জবির তিন শিক্ষার্থীকে শৃংখলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও গবেষণা দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে আয়োজিত কনসার্ট পর্বে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়।

এছাড়া গত ৫ নভেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসের মূল গেইটে রাব্বি মিয়া নামক একজন গাড়ি চালকের ওপর অতর্কিত হামলা করে গুরুতরভাবে জখম ও আহত করা হয়। এ দুটি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে শৃংখলা পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত থাকায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-সাদিক ও একই শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান আশিককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.