নিখোঁজের ১০ দিনেও মেলেনি যুবকের সন্ধান

0 ১২

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে আশরাফুল ইসলাম ওরফে রণি (১৯) নামে এক যুবক ১০দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছেনা।

এ ঘটনায় উদ্বিগ্ন হয় পড়েছে তার পরিবার। রনি উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে। এঘটনায় গত ১১ নভেম্বর রনির বাবা গুরুদাসপুর থানায় সাধারন ডায়েরী (জিডি-৪২৭) করেছেন।

রনির বড় ভাই এমদাদুল মন্ডল জানান, ছোটবেলা থেকেই আধা পাগল ছিল সে। ২০১৪ সালে স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করে আশরাফুল ইসলাম। পরে স্থানীয় একটি কলেজে ভর্তি হয়। এর পর থেকে তার মাথার সমস্যা বেড়ে যায়। সর্বশেষ গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ হওয়ার সময় তার পড়নে নীল গেঞ্জি ও জিন্সের হাফপ্যান্ট ছিল। তার মূখমন্ডল লম্বা, গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ফুট দুই ইঞ্চি হবে। কোন সহৃদয় ব্যক্তি সন্ধান পেলে ০১৭২৩ ৯৮৮২৮৪ (বাবা) এবং ০১৭৬৭ ৪২৫৯০৯ (ভাই) খবর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.