চাটমোহরে চাঞ্চল্যকর শিশু নূর হত্যা মামলার রায়ে ১ জনের মৃত্যুদন্ড

0

দীর্ঘ বছর পর পাবনার চাটমোহরে গত বৃহস্পতিবার চাঞ্চল্যকর শিশু আব্দুল্লাহ্ আল নূর () হত্যাকান্ডের রায়ে জন আসামীর মধ্যে সোহেল বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। নিহত শিশু নূরের ফুফা আব্দুস সামাদ (৪০) কে যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা এবং মামলার অপর অভিযুক্ত আব্দুস সামাদের ছেলে কবির হোসেন, নূরের সৎ দাদী আয়শা বেওয়া সোহেলের স্ত্রী আজিজা আক্তার রূপাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এদিন বেলা সাড়ে ১২ টায় আদালতে উপস্থিত হয়ে রায়ের সারাংশ পাঠ করেন এবং দুপুর দেড়টার দিকে চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রায়কে কেন্দ্র করে আদালত চত্ত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আদেশ শুনে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত সোহেল বিশ্বাসকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবু বক্কার, অ্যাডভোকেট একরামূল হক অ্যাডভোকেট হামিদুল হক।

রায় ঘোষণা পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কৌঁশুলী এন্তাজুল হক বাবু সন্তোষ প্রকাশ করলেও মামলার বাদী আবুল হোসেন সোহেল বিশ্বাসের স্ত্রী আজিজা আক্তার রূপা সাজা না হওয়ায় বিষ্ময় প্রকাশ করেন এবং এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান।

অপরদিকে আসামী পক্ষের আইনজীবিগণ রায় প্রত্যাখ্যান করে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা কথা জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.