বাগমারায় কারিগরীর বেসিক ট্রেড পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বোর্ড কর্মকর্তা

0

রাজশাহীর বাগমারা উপজেলায় অনুষ্ঠিত পরীক্ষা জাতীয় দক্ষতা মানের বেসিক ট্রেড (৬ মাস) মেয়াদির কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের দিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন কারিগরী শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মুহম্মাদ মারফত আলী। নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বোর্ড কর্মকর্তা মারফত আলী। গতকাল শুক্রবার ১২টার দিকে উপজেলার হাটগাঙ্গোপাড়া কারিগরী কলেজে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিগত সময়ের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঘটনা ঘটলেও কারিগরী বেসিক পরীক্ষার কোন প্রশ্ন ফাঁস হয়নি। সেই সাথে কোন শিক্ষার্থী যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সে ব্যাপারে শিক্ষকদের সজাগ থাকার পরামর্শ প্রদান করেন। এ সময় তাঁর সাথে ছিলেন কেন্দ্র সচিব ভবানীগঞ্জ কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালক মোল্লা এম আকতার হোসেন উজ্জ্বল, অধ্যক্ষ আশরাফুল ইসলাম।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.