জমিজমা নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচাসহ তিনজন আহত
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বাগমারা গ্রামে জমিজমা নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচাসহ তিনজন আহতের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে চাচার জমি জোরপূর্বক দখল করে বেড়া নির্মানে বাঁধা দেয়ার সময় ভাতিজার হামলায় চাচাসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, বাগমারা গ্রামের আসাদ আলী (৫৫), তার ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও নাতী আবু সাইম (১৫)। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ওই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বাগমারা গ্রামের আসাদ আলীর জমি জবর দখল করে তাদের যাতায়াতের রাস্তায় অবৈধ ভাবে তার ভাতিজা বেলাল হোসেন ও মজনুর রহমান তাদের জমি দখল করে বেড়া নির্মান করছে। এসময় আসাদ আলী ও তার ছেলে আব্দুর রাজ্জাক বাঁধা দিলে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে বেলাল হোসেন ও মজনুর রহমান বাঁশের লাঠি ও হাসুয়া নিয়ে তাদের উপর হামলা চালিয়ে আহত করে। বিষয়টি জানার পর আব্দুর রাজ্জাকের ছেলে আবু সাইম তার বাবা ও দাদাকে উদ্ধার করতে গেলে সেও হামলার শিকার হয়ে আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, হামলাকারীরা পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা চালায়। এছাড়াও তারা আমার ছেলে আবু সাইমকে হত্যার উদ্দেশ্যে হাসুয়া দিয়ে কোপ দেয়। অল্পের জন্য তার ছেলে তাদের হাত থেকে রক্ষা পায় বলে তিনি অভিযোগ করেন। তারা ক্ষ্যান্ত না হয়ে বাড়িঘরে হামলা চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি স্বাধন করেছেন বলে তিনি জানিয়েছেন। হামলাকারীরা ওই জমি বিষয়ে আদালতে আমাদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিলেন। তারা মামলায় হেরে গিয়ে আবারো ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।