পাবনার চাটমোহর উপজেলায় গত সোমবার এক কলেজ ছাত্রীসহ দু’জন আত্মহত্যা করেছে। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা নতুনপাড়া গ্রামে ঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সোনিয়া খাতুন (১৭) নামের এক কলেজ ছাত্রী।
সোনিয়া ওই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে ও চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পিতা-মাতার সাথে অভিমান করে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।
অপরদিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের কুমিল্লী গ্রামের মৃত বাছের প্রামানিকের ছেলে শামসুল হক (৭০) নামের এক বৃদ্ধ গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে। দু’ছেলের বিবাদ করে তাকে খাবার না দেওয়ায় সে ক্ষোভে-দুঃখে গ্যাস ট্যাবলেট খায়। তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।