ঢাকাস্থ নাটোরের সিংড়া উপজেলা সমিতির কমিটি গঠন
ঢাকাস্থ নাটোরের সিংড়া উপজেলা সমিতির কার্যনির্বাহি পরিষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটস্থ নাটোর জেলা সমিতির কার্যালয়ে দুই বছর মেয়াদী ওই কমিটি গঠন করা হয়।
সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের প্রফেসর ফিরোজ আহমেদ। সাধারণ সম্পাদক নির্রাচিত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান নয়নকে।
এসময় উপস্থিত ছিলেন,-সিংড়া উপজেলা সমিতির উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার জনাব মোঃ আবুল হোসেন, মোঃ মোকসেদ আলী পিকে, প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ।
সমিতির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কাজী খাইরুল বাসার হ্যাপি, সহ-সভাপতি এনায়েত করিম রাঙা , সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুরনবী পাটোয়ারী, কোষাধ্যক্ষ ফাত্তাহ তানভীর রানা, প্রচার সম্পাদক মনির, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সেলিম।