জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬

0

 

গতকাল ৮-জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ ‘অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন সচিব আবদুল মালেক, এমপি এ কে এম রহমতুল্লাহ এবং তথ্যমন্ত্রী তারানা হালিম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজীবন সম্মাননা পুরস্কার পান অভিনেত্রী ববিতা এবং অভিনেতা ফারুক । তাদের জীবদ্দশায় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার পান তারা। ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়। ‘আয়নাবাজী’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পান চঞ্চল চৌধুরী এবং সেরা পরিচালক নির্বাচিত হন  অমিতাভ রেজা। নুসরাত ইমরোজ তিশা ও কুসুম শিকদার যথাক্রমে ‘অস্তিত্ব’ ও ‘শঙ্খচিল’র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। অজ্ঞাতনামার জন্য শ্রেষ্ঠ কাহিনীতে পুরস্কার লাভ করেন তৌকীর আহমেদ।

অভিনেত্রী ও অভিনেতা পূর্ণিমা ও ফেরদৌস এর উপস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারফর্ম করেন রিয়াজ, পপি, আমিন খান, অপু বিশ্বাস, ইমন, সায়মন সাদিক, তমা মির্জাসহ আরও অনেক গুণিজন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চলচ্চিত্র বর্তমানে সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলির একটি। সরকার বছরের পর বছর ধরে সিনেমার জন্য অনেক কাজ করেছে এবং এই শিল্পকে সফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে’।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.