খালেদার জমিন ১৭ জুলাই পর্যন্ত

0

কারাবন্ধি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন বারানো হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান ওই আদেশ দেন। খালেদা জিয়ার জামিন আগামী ১৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

জানাগেছে,- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্ধি মামলায় কারাবন্ধি বেগম জিয়ার পক্ষে আজ মঙ্গলবার যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে অসুস্থ্যতার কারনে খালেদা জিয়াকে আদালতে হাজির না করে কাস্টডিতে পাঠান হয়েছে। এদিকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন।

দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে কারাবন্ধি হন বিএনপি চেয়ারপারসান এবং তার ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়। গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত বেগম জিয়া রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন হলেও অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তিনি জামিন পেলেও মুক্তি পারছেন না।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.