গারো মা মেয়ে হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ আগষ্ট

0

গারো মা মেয়েকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা জোড়া খুনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারো ১৩ আগষ্ট নতুন দিন ধার্য্য করেছেন আদালত।

তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন দিন ধার্য্য করেছেন।আজ বুধবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য্য ছিল।

উল্লেখ্য: পারিবারিক বিরোধের সূত্র ধরে চলতি বছরের গত ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরে গারো সম্প্রদায়ের বেসেত চিরান ও তার মেয়ে সুজাত চিরানককে হত্যা করা হয়।এঘটনায় নিহত সুজাতার স্বামী আশিষ মানখিন রাজধানীর গুলশান থানায় জোড়া খুনের মামলাটি দায়ের করেন।

মামলায় মৃত সুজাতার বোনের ছেলে সঞ্জীব ও তার তিন বন্ধুকে অভিযুক্ত করা হয়। পরে পুলিশ সঞ্জীব চিরান, রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শুভ চিসিমকে গ্রেফতার করে। আদালতে অভিযুক্তরা হত্যার দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে তারা কারাগারে আছেন।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.