আদালতের নিষেধাজ্ঞার পরেও বন্ধ হয়নি ওয়াল নির্মাণ কাজ
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা।
নাটোরের বাগাতিপাড়ায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা হওয়ার পরেও পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ বন্ধ হয়নি। প্রশাসনের নির্দেশেই কাজ চলমান রয়েছে বলে দাবি করেছেন ঠিকাদার।
সূত্রে জানা যায়, বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাগাতিপাড়া ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেড নিজস্ব সম্পত্তি রয়েছে। সমিতির জমি নিয়ে বিরোধে ২০১৭সালে সমিতি কর্তৃপক্ষ বাদি হয়ে আদালতে মামলা করেন। মামলা নং ৮২/১৭। সম্প্রতি বিবাদমান ওই সম্পত্তির প্রায় ১৫ শ’বর্গফুট জায়গা দখল করে বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাচীর নির্মান শুরু করে অভিযোগ করেন সমিতির সেক্রেটারী আব্দুল বারী। পরে গত ২৮জুন বাগাতিপাড়া সহকারী জজ আদালত নির্মাণাধীন ওই কাজ বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
নিষেধাজ্ঞার পরেও কীভাবে কাজ করছেন এমন প্রশ্নে ঠিকাদার হেলাল উদ্দিন নাসির দাবি করেন, ‘আমি নিষেধাজ্ঞা চিঠি পাওয়ার পরে একদিন কাজ বন্ধ রাখি। কিন্তু পরে ইউএনও স্যার আমাকে কাজ করতে বলায় পূনরায় কাজ শুরু করি।’ বাগাতিপাড়া ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর সেক্রেটারী আব্দুল বারি দাবি করেন,‘পেড়াবাড়ীয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আমাদের সমিতির নিজস্ব জমি বেশ কিছু জায়গা দখল করে । পরে সমিতির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। সম্প্রতি সেই জমিতে স্থায়ীভাবে বাউন্ডারী ওয়াল নির্মান শুরু করলে গত ২৮জুন বাগাতিপাড়া সহকারী জজ আদালত তা বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু তা অবমাননা করে ওয়াল নির্মাণ কাজ করেই চলেছে।’ এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ঠিকাদারকে কাজ করার আদেশ দেওয়ার কথাটি অস্বীকার করে বলেন,‘ আমি ঠিকাদারকে কাজ করার কথা বলিনি।’ এ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার পরেও কাজ করা আদালত অবমাননার শামিল। কাজেই যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করছেন তারা আদালতের আদেশকে অমান্য করছেন।