গুরুদাসপুরে শহীদ স্মরণে বৃক্ষ রোপণ
শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ বৃক্ষ রোপণ করেছেন। রোপনকৃত বৃক্ষের মধ্যে ছিল ফলজ, ঔষধি ও কাঠ বৃক্ষ। মূলত ৭১ এ নিহত ৩০ লক্ষ শহীদ স্মরণে এই বৃক্ষ রোপন করা হয়েছে। আজ (১৮/০৭/২০১৮) বুধবার সকাল দশটার দিকে অনুষ্ঠানিকভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সাংসদ নাটোর জেলা আ’লীগের সভাপতি অধ্যপক আব্দুল কুদ্দুস গুরুদাসপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমূখ। এসময় পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী একটি করে রোপন করে।
সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ছিল যেন প্রাণের
উচ্ছাস। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থীরা অনেক আনন্দ নিয়ে নিজ হাতে গাছ লাগাতে শুরু করে। এ দিনটি ছিল তাদের উৎসবের মতো। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্বরণে তাদের মনের ভেতরে জেগে উঠে দেশপ্রেম। বিভিন্ন বিদ্যালয়ে এ কার্যক্রমে অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাগণ।
এছাড়া উপজেলার রোজী মোজাম্মেল মহিলা অর্নাস কলেজ, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ, বেগম রোকেয়া গার্লস স্কুল, নাজিরপুর উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝাউপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।