লালপুরে প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ
নাটোরের লালপুরে একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পূর্ণ ৪ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার ও একটি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রথিমিক শিক্ষা অফিসের আয়োজনে লালপুর উপজেলা পরিষদ চত্বরে এই হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া প্রমুখ। এছাড়াও নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন।