লালপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৪

0

 

নাটোরের লালপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ জন কে আটক করেছে থানার পুলিশ।
সোমবার (১৬ জুলাই) রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নজরুল ইসলামের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ালিয়া ও লালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্যসেবন ও বিক্রয়ের অপরাধে ৪ জন কে আটক করা হয়।
আটকৃতরা হলে, উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া এলাকার আসকান সরদারের ছেলে আজিজল সরদার (২৮), ওয়ালিয়া পূর্ব পাড়া গ্রামের মোহম্মাদ আলী খন্দকারের ছেলে আরিফ খন্দকার (৩৫), সেন্টারপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে লোকমান হাকিম (৩৫), ওয়ালিয়া বাজার এলাকার মৃত রুস্তুম আলী সরকারের ছেলে টিপু সুলতান (৪৭) ও দক্ষিণ লালপুর এলাকার সানু মন্ডলের ছেলে বেলাল হোসন (৫০)।
এ ব্যাপারে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নজরুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্যসেবন ও বিক্রয়ের অপরাধে ৪ জন কে হাতেনাতে আটক করা হয়।
পরে মঙ্গলবার (১৭ জুলাই) সকালে আটককৃতদের নামে লালপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.