বড়াইগ্রামে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর উঠান বৈঠক

0

নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মেরিগাছা গ্রামে আয়োজিত উঠান বৈঠকে আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক ও আবুল কালাম জোয়াদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা ও আতাউর রহমান জিন্নাহ ও জয় বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে এ আসনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানান।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.