বড়াইগ্রামে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা
বড়াইগ্রামে ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপযাপন উপলক্ষ্যে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আযাদ, ক্ষেত্র সহকারী ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, করতোয়া প্রতিনিধি সাইফুর রহমান ও মানবজমিন প্রতিনিধি অমর ডি কস্তা মৎস্য বিভাগের সফলতা ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।
জাতীয় মৎস্য সপ্তাহ’র কর্মসূচির মধ্যে দ্বিতীয় দিন র্যালী ও আলোচনা সভা, তৃতীয় দিন মৎস্য খাতে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৪র্থ দিন ফরমালিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ ৭ম দিনে পুরস্কার বিতরণ কর্মসূচি পালন করা হবে।