বড়াইগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

0

বড়াইগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বালিকা বিভাগে দিয়াড়গাড়ফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ৪-৩ গোলে পরাজিত করে ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টিম এবং বালক বিভাগে জোয়াড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫-৩ গোলে পরাজিত করে নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টিম উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে। পরে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নিলুফার ইয়াসমিন ডালু, শিক্ষা অফিসার আকলিমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু শামা, সম্পাদক আজমা খাতুন উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.