গুরুদাসপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

0

শতাধিক ক্ষুদে শিক্ষার্থী। স্কুল ড্রেসপড়া। প্রত্যেকের হাতেই একটি করে ফলদ বৃক্ষ। মূলত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে ওদের হাতে দেওয়া হয়েছে একটি করে ফলদ বৃক্ষ। সেই বৃক্ষ হাতে র‌্যালীতে অংশ নেয় ওরা।
শুধু ক্ষুদে শিক্ষার্থী নয়। র‌্যালীতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিসহ নানা শ্রেণি পেশার মানুষ। গতকাল রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ৫ দিন ব্যাপি ওই ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর জেলা আ’লীগের সভাপতি স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। এই মেলায় মোট ১০ টি স্টল রয়েছে।
প্রথমে ফলদ বুক্ষ হাতে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান সড়ক পদক্ষিন শেষে মেলায় এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মো. আব্দুল করিম, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, ভাইচ চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা প্রমূখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.