লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, দুই মাদ্রাসার ফল শূন্য!

0 ১০

 

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফলে নাটোরের লালপুর উপজেলার ফলাফল বিপর্যয় ঘটেছে। উপজেলায় এ বছর জেনারেল কলেজ ও বিএম কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় এক হাজার সাত শত ৭০ জন। পাশ করেছে ৮ শত ১১ জন এবং অকৃতকার্য হয়েছে ৯ শত ৫৯ জন । এবছর জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। এছাড়াও উপজেলার চারটি আলিম মাদ্রাসার মধ্যে দুটি মাদ্রাসার কেউ পাস করতে পারেনি। মাদ্রাসা দুটি হলো রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা ও নেঙ্গপাড়া আলিম মাদ্রাসা।
আশা ব্যাঞ্জক ফলাফল না হওয়ায় অভিভাবক-শিক্ষার্থীসহ পরিবারের সদস্যদের মাঝে হতাশা বিরাজ করছে।
লালপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জনাগেছে, এ বছর জেনারেল কলেজ ও বিএম কলেজ থেকে উপজেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় এক হাজার সাত শত ৭০ জন। এর মধ্যে পাশ করেছে আট’শ ১১ জন এবং ফেল নয়’শ ৫৯ জন ফেল। উপজেলায় মোট পাশের হার ৪৫ দশমিক ৮২ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। এর মধ্যে মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের ৬ জন, গোপালপুর ডিগ্রী কলেজ ৩ জন, মাজার শরীফ মহিলা টেকনিক্যাল কলেজের ২ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও উপজেলার একমাত্র সরকারী কলেজ আব্দুলপুর সরকারী কলেজ, লালপুর কে এন পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ,ওয়ালিয়া হাকিমুন্নেছা ও গোপালপুর পৌর টেকনিক্যাল কলেজের ১জন করে জিপিএ-৫ পেয়েছে। এদিকে উপজেলার চারটি আলিম মাদ্রাসার মধ্যে দুটি মাদ্রাসার’ই ফলাফল হয়েছে শূন্য। অর্থাৎ দুটি মাদ্রাসা থেকে কেউ পাস করতে পারেনি। মাদ্রাসা দুটি হল রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা ও নেঙ্গপাড়া আলিম মাদ্রাসা।
এ ব্যাপারে বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসার সুপার ও মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব শাহাবাজ আলী দৈনিক ইনকিলাব কে বলেন, উপজেলার মোট চারটি আলিম মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় মোট ৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয় এদের মধ্যে পাশ করেছে মাত্র নয় জন। এর মধ্যে বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে পাশ করে মাত্র সাত জন। ভেল্লাবাড়িয়া মাদ্রাসা থেকে ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে পাশ করে দুই জন। অপর রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা ও নেঙ্গপাড়া আলিম মাদ্রাসা থেকে যথাক্রমে ১১ জন ও দুই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও এ দুটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.